Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মোটরসাইকেল ও গ্যাসের চুলা বিস্ফোরণে আহত ৭

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে মোটরসাইকেল বিস্ফোরণের আগুনে একই পরিবারের ৫ নারী এবং রামপুরায় গ্যাসের চুলা বিস্ফোরণে কলেজ শিক্ষার্থীসহ ২ যুবক দগ্ধ হয়েছেন।
জানা যায়, গতকাল রাত ৯টায় মিরপুর ১২ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের ২৬ নাম্বার বাসার পাশে রাখা একটি মোটরসাইকেলে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আমেনা বেগম (৪৭), তার মেয়ে হৃদিতা (১৬), আমেনা বেগমের ভাগ্নী রাইনা আক্তার (২০), ছেলের বউ স্বপ্না আক্তার (২০) ও তার ছোট ভাইয়ের বউ শামিমা আক্তার (৩০)।
অপরদিকে গতকাল ভোরে পূর্ব রামপুরার ২১ নম্বর বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছে। এরা হল-রাকিব হোসেন (২২) ও সরোয়ার সজীব (২৬)। রাকিব হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সজীব দরজি দোকানে কাজ করেন।
দগ্ধ রাকিবের ছোট ভাই মামুন জানান, ঘটনাস্থল চারতলা ভবনের নিচ তলায় থাকেন সজীব ও রাকিব। শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে রাকিব রান্নাঘরে গিয়ে দিয়াশলাই দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে মোটরসাইকেল ও গ্যাসের চুলা বিস্ফোরণে আহত ৭
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ