পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডা. পদবি ব্যবহার না করার চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি। সংগঠনের নেতারা দাবি করেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা আইনের বিভিন্ন ধারা ও সরকারের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবী লেখার অধিকার রাখেন। এরপরেও স্বাস্থ্য অধিদফতর থেকে যে চিঠি জারি করা হয়েছে তা দুঃখজনক ও অনভিপ্রেত। ডা. পদবি ব্যবহার প্রসঙ্গে কোনো রকম কার্যক্রম গ্রহন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায়। হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক ডা. মো. সাখাওয়াত ইসলাম ভূঞার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার ও সচিব ডা. মো. জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথিক মেডিসিন মেনুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নুরুজ্জোহা, মহাসচিব ডা. মাহাবুব হাফিজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।