পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নবাব স্যার সলিমুল্লাহর ১০৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের মাজারে ফাতেহা পাঠ, দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। গতকাল রোববার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলটির নির্বাহী সভাপতি এ বি এম ফাখরুজ্জামান খানের সভাপতিত্বে মহাসচিব এড্ভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, নীখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ্ বাহাদুর ছিলেন সমাজ সচেতন জনদরদী নেতা, গণমানুষের নেতা। নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ছিলেন দুরদর্শী, পরপোকারী, হিতৈষী, ধর্মপ্রান, প্রজ্ঞাপন, বাস্তববাদী নেতা। শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, নবাব স্যার সলিমুল্লাহ্ বাহাদুর নিজ অর্থে ঢাকা শহরে নগরবাসীর জন্য প্রথম ষ্ট্রিট লাইট, খাবার পানি সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা ও পানি নিষ্কাষনের ব্যবস্থা করেন। নবাব বাহাদুরের নেয়া ও বাস্তবায়নকৃত পদক্ষেপ সমুহের ফলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল শ্রেনী পেশার মানুষ বিনা পয়সায় উন্নত নাগরিক সুবিধা ভোগ করেছিল।
তিনি বলেন, বৃটিশ ভারতের তদানিন্তন অবহেলিত, নিগৃহিত, নিষ্পোষিত ও অনগ্রসর মুসলিম জাতি গোষ্ঠির ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্য উন্নয়নের তীব্র প্রয়োজনীয়তা অনুভব থেকেই ১৯০৬ সালে ঢাকায় নীখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন। ঢাকা বিশ¡বিদ্যালয় ও বুয়েটসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন প্রবীন মুসলিম লীগ নেতা এমএ জব্বার, ডেমোক্রেটিক লীগ মহাসচিব সাইফুদ্দিন মনি, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জাগপার যুগ্ম স¤পাদক আসাদুর রহমান আসাদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।