Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্টারকার্ডের সকল পরিসরের কার্ড নিয়ে এলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট (ওয়ার্ল্ড ও টাইটেনিয়াম) কার্ডগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেছেন, কার্ডহোল্ডারদের জীবনধারায় পরিবর্তন আনতে আমরা ধারাবাহিকভাবে নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে আসার চেষ্টা করে আসছি। ইস্টার্ন ব্যাংকের সাথে এই নতুন কার্ডগুলোর মধ্য দিয়ে আমরা কার্ডহোল্ডারদের জন্য অতুলনীয় সব অফার ও সেবাসমূহের এক নতুন দ্বার উন্মোচন করার প্রত্যাশা করি। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেছেন, মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড চালুর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এরকম একটি প্রোডাক্ট আমাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করছি, কার্ডহোল্ডারদের নিত্যনতুন চাহিদা পূরণ করতে নতুন পরিসরে এই ইবিএল মাস্টারকার্ডসমূহের মধ্য দিয়ে আমাদের সব গ্রাহকের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারব। ইবিএল মাস্টারকার্ড হোল্ডারদের বিশেষ সেবাসমূহ হচ্ছেÑ রিগাস দ্বারা পরিচালিত মাস্টারকার্ড বিজনেস লাউঞ্জের বিশেষ সুযোগ-সুবিধা, টাইটেনিয়াম কার্ডহোল্ডারদের জন্য মাস্টারকার্ড মোমেন্টসের রয়েছে দেশব্যাপী অসংখ্য অফার, ট্রাভেল, ডাইনিং এবং গলফের এক হাজার ৩শ’র বেশি বিশেষায়িত অফার ও বেশ কিছু সুবিধা, কক্সবাজার এবং সিলেটের শীর্ষস্থানীয় ১০টি হোটেলে (রয়্যাল টিউলিপ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, লং বিচ হোটেল, প্রাসাদ প্যারাডাইজ, হোটেল কক্স টুডে, হোটেল সি প্যালেস, প্যালেস রিসোর্ট ও স্পা ইত্যাদি) রয়েছে বোগো অফার অর্থাৎ হোটেলে অতিরিক্ত রাত বিনামূল্যে থাকার সুবিধা এবং রয়েছে দেশব্যাপী ১৪০০-এর বেশি পার্টনারের কাছ থেকে ট্রাভেল, ডাইনিং ও শপিংয়ে অসংখ্য অফার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গীতাংক ডি. দত্ত। এছাড়াও দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্টারকার্ডের সকল পরিসরের কার্ড নিয়ে এলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ