Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার এবং ন্যূনতম ¯œাতক শ্রেণী পর্যন্ত পড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়াম, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে তিন হাজার ৩৭ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তিপত্র দেয়া হয়, যাদের অর্ধেক ছাত্রী। এসময় আইনমন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই বর্তমান সরকার ভিশন-২০২১ কে সামনে রেখে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনায় নিয়েছে। তিনি বলেন, মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে সমাজ ও জাতির বহুমুখী উন্নয়ন সম্ভব। কারণ তারাও হতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। তাই তাদের মেধা বিকাশে সঠিক যতœ ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। মন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা সহজ নয়। সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিবিশেষকে এগিয়ে আসতে হবে। ডাচ-বাংলা ব্যাংক স্বউদ্যোগে সুবিধাবঞ্চিত অসচ্ছল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে দেশ ও জাতি গঠনে যে বলিষ্ঠ ভূমিকা পালন করছে তা অনুসরণ করার জন্য অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার আহ্বান আইনমন্ত্রীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ