পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যৌন হয়রানির অভিযোগে বিএমইটির চাঁপাই নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র প্রিন্সিপাল মো. জয়নাল আবেদীনকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। গত সোমবার তার বদলির আদেশ জারি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বদলির কিছুদিন আগে তার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক নারী প্রশিক্ষককে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল।
বিএমইটির সূত্র জানায়, যৌন হয়রানির অভিযোগে চাঁপাই নবাবগঞ্জ টিটিসির প্রিন্সিপাল জয়নাল আবেদীনকে খাগড়াছড়িতে বদলি করেছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব একেএম শরীফুল আলম সিদ্দিকি সোমবার এ আদেশ জারি করেছেন। একই আদেশে চট্টগ্রামের বিকে টিটিসি’র চিফ ইন্সট্রাক্টর মো. মঈন উদ্দীনকে চাঁপাই নবাবগঞ্জ টিটিসি’র ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, চাকরি স্থায়ীকরণসহ নানা প্রলোভন দিয়ে এক নারী প্রশিক্ষককে যৌন হয়রানির অভিযোগ ওঠে চাঁপাই নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল জয়নাল আবেদীনের বিরুদ্ধে। এ প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হিসেবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে আসতে থাকে নানা অভিযোগ।
ওই সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে যৌন হয়রানিসহ বিভিন্ন অনিয়ম নিয়ে একটি লিখিত অভিযোগ করেন ওই নারী প্রশিক্ষক। অভিযোগ দায়েরের পর ওই নারী প্রশিক্ষকের সঙ্গে মীমাংসার চেষ্টা করেন অভিযুক্ত প্রিন্সিপাল জয়নাল আবেদীন। অভিযোগ ছিল প্রশিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও সরকারি সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে করেছেন অর্থ আদায়। বিজ্ঞপ্তি ছাড়াই অনৈতিকভাবে নেয়া হয়েছে প্রশিক্ষক। যারা বিরোধিতা করেছেন চাকরিচ্যুতির ভয়সহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তারা। নারী প্রশিক্ষককে যৌন হয়রানির ঘটনায় গত বছরের সম্প্রতি একটি পত্রিকায় উক্ত টিটিসি প্রিন্সিপালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা। এ ঘটনার পর ১০ জানুয়ারি অভিযুক্ত প্রিন্সিপাল জয়নাল আবেদীনকে চাঁপাই নবাবগঞ্জ থেকে খাগড়াছড়িতে বদলির আদেশ দিয়েছে মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।