Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই বগির চাপায় রেল কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

রাজধানীর কমলাপুরে দুই বগির মাঝে চাপা পড়ে মো. আলাল উদ্দিন (৪৭) নামের এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করেন। সহকর্মী আমিনুল ইসলাম জানান, আলাল রেলওয়ে কর্মচারী। ডিউটিরত অবস্থায় একটি ট্রেন স্টেশন থেকে ছাড়ার পূর্বে দুইটি বগি সংযুক্ত করার সময় চাপা পড়ে। এতে আলালের এক পা কাটা পড়ে। রক্তাক্ত অবস্থায় আমরা তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার হাটুরিয়া গ্রামের, মৃত হাফিজ উদ্দিনের সন্তান।

বর্তমানে রেলওয়ের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। নিহত এক মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কমলাপুর স্টেশনে ট্রেনের কাজ করার সময় এক কর্মচারীর পা বিচ্ছিন্ন হয়। পরে তার মৃত্যু হঢ। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই বগির চাপায় রেল কর্মচারীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ