পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
২০২১ অর্থবছরে শান্তা আমানাহ শরিয়াহ ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল তারিখে ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারাই এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ৩৩ পয়সা।
ফান্ডটি ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য মোট ১৬.৪% মুনাফা অর্জন করেছে, যা অন্যান্য যে কোন শরিয়াহভিত্তিক বিনিয়োগ মাধ্যম থেকে তুলনামূলকভাবে আকর্ষণীয়। তাছাড়া ফান্ডটি বাংলাদেশের সকল শরীয়াহ-সম্মত বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় হয়ে উঠেছে। বরাবরই ভাল মুনাফা প্রদান করায় ফান্ডটি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সক্ষ্যম হয়েছে যার প্রতিফলন ফান্ডটির ব্যবস্থাপনাধীন সম্পদ বৃদ্ধিতে লক্ষ করা যায়। বিগত বছরে ফান্ডটির ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমান দিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।