Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি গঠনে আইন প্রনয়নের প্রস্তাব গণফ্রন্টের

প্রেসিডেন্টের সংলাপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৬ পিএম

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিয়েছে গণফ্রন্ট। বঙ্গভবনে গতকাল প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটি এ প্রস্তাব দেয়।

গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান ব্যারিস্টার মো. আকমল হোসেন, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কনিকা মাহফুজ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আলী শেখ, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট উম্মে সালমা ও মহিলা বিষয়ক উপদেষ্টা মিসেস ওবাইদা হক প্রমুখ।

গত ২০ ডিসেম্বর থেকে প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে যে সব দল অংশ নিয়েছেন তাদের প্রায় সবাই নতুন নির্বাচন কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রনয়নের প্রস্তাব দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণফ্রন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ