Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের সঙ্গে জাপার প্রেম নেই

জাপা মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জনগণ বলে জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের ‘বি টিম’। কিন্তু ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো প্রেম-ভালোবাসা নেই। আমরা নিজস্ব পরিচয়ে চলছি। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচির সমাপ্ত দিনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা আগামীতে যোগ্য প্রার্থী বাছাই করে ৩শ আসনেই মনোনয়ন দেবো। আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। মানুষ আওয়ামী লীগ সরকারের প্রতি বিরক্ত, নেতৃত্বহীন বিএনপির প্রতি আস্থাহীন।

এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মোস্তফা আল মাহমুদ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপার প্রেম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ