পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান জানান, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ শুরু হয়। এরপর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমের বক্তৃতা চলাকালীন পুলিশ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। কোন কিছু বুঝার আগেই পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। এতে সমাবেশে থাকা ১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাণিজ্যিক সড়ক দখলে নিয়ে তথাকথিত গণতন্ত্র দিবস পালন করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদেরকে সড়ক ছেড়ে দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়। কিন্তু বিএনপির নেতারা তা অপেক্ষা করে সড়কেই সমাবেশ করে। তাদের সমাবেশের অনুমতি ছিল না। তাই পুলিশ তাদেরকে সড়ক থেকে তুলে দেয়। এ সময় লাঠিচার্জ করা হয়। বিএনপি কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যদের উপর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।