পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ব্যক্তিশ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে প্রত্যেকবারের মতো এবারও আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ থেকে ৭ নভেম্বর সপ্তাহব্যাপী রাজধানী ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যে এবারের আয়কর মেলা অনুষ্ঠিত হবে। জানা গেছে, গত কয়েক বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হলেও এবার নভেম্বরের প্রথম সপ্তাহে আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মেলায় করদাতারা প্রথমবারের মতো অনলাইনে আয়কর বিবরণী দাখিলের সুযোগ পাচ্ছেন। ৮ বিভাগীয় শহরে ৭ দিন হলেও জেলা পর্যায়ে মেলা হবে ৪ দিন। এছাড়া ৮৬টি উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোতে কোথাও দু’দিন আবার কোথাও একদিনের মেলা হবে। বিভাগ, জেলা ও উপজেলা মিলিয়ে মোট ১৫০টি আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।