Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সীমান্তে গত বছর ২৪৪ বার গুলি চালিয়েছে বিএসএফ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১১:৪২ এএম

বাংলাদেশ সীমান্তে গত কয়েক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পত্রিকাটি দাবি করেছে, ২০১৫ সাল থেকে সীমান্তে বিএসএফের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে তেমন হেরফের ঘটেনি। তবে বাংলাদেশ সীমান্তে গত বছর ২৪৪ বার গুলি চালিয়েছে বিএসএফ। একইভাবে প্রাণঘাতী নয় এমন পাম্প অ্যাকশন বা প্যালেট বন্দুকের ব্যবহারও করেছে তারা। সাধারণত বিএসএফ আন্তঃসীমান্ত অপরাধীদের আটকাতে এই প্যালেট বন্দুক ব্যবহার করে। ফলে এ সময়ে কমেছে গরু পাচারের মতো ঘটনা। বিশেষ করে গরু পাচার ঠেকাতে বিএসএফ এনজিওগুলোর সঙ্গে মিলে কাজ করছে।

খবরে বলা হয়, সীমান্তে ২০২১ সালে মাত্র ২০ হাজার ৪১৫টি গরু জব্দ করা হয়। যেখানে ২০১৫ সালে জব্দ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৬০২টি। এ ক্ষেত্রে ২০১৮ সাল ছিল টার্নিং পয়েন্ট। ওই বছর গরু চোরাচালান আগের বছরের প্রায় অর্ধেকে চলে আসে। এ ছাড়া অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে গত বছর বাংলাদেশ সীমান্তে ২৪৪ বার গুলি চালায় বিএসএফ। এর আগে ২০১৫ সালে ছিল ২১৯ বার এবং ২০১৬ সালে সর্বোচ্চ ৩৫৫ বার গুলি চালানো হয়েছিল। তবে ২০১৭ ও ১৮ সালে গুলির ঘটনা কিছুটা কমে। এ দুই বছর সীমান্তে বিএসএফ গুলি চালিয়েছিল যথাক্রমে ১৩৯ ও ৭৭টি।

বাংলাদেশ সীমান্তে গত কয়েক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পত্রিকাটি দাবি করেছে, ২০১৫ সাল থেকে সীমান্তে বিএসএফের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে তেমন হেরফের ঘটেনি।

তবে বাংলাদেশ সীমান্তে গত বছর ২৪৪ বার গুলি চালিয়েছে বিএসএফ। একইভাবে প্রাণঘাতী নয় এমন পাম্প অ্যাকশন বা প্যালেট বন্দুকের ব্যবহারও করেছে তারা। সাধারণত বিএসএফ আন্তঃসীমান্ত অপরাধীদের আটকাতে এই প্যালেট বন্দুক ব্যবহার করে। ফলে এ সময়ে কমেছে গরু পাচারের মতো ঘটনা। বিশেষ করে গরু পাচার ঠেকাতে বিএসএফ এনজিওগুলোর সঙ্গে মিলে কাজ করছে।

খবরে বলা হয়, সীমান্তে ২০২১ সালে ২০ হাজার ৪১৫টি গরু জব্দ করা হয়। যেখানে ২০১৫ সালে জব্দ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৬০২টি। এ ক্ষেত্রে ২০১৮ সাল ছিল টার্নিং পয়েন্ট। ওই বছর গরু চোরাচালান আগের বছরের প্রায়

অর্ধেকে চলে আসে। এ ছাড়া অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে গত বছর বাংলাদেশ সীমান্তে ২৪৪ বার গুলি চালায় বিএসএফ। এর আগে ২০১৫ সালে ছিল ২১৯ বার এবং ২০১৬ সালে সর্বোচ্চ ৩৫৫ বার গুলি চালানো হয়েছিল। তবে ২০১৭ ও ১৮ সালে গুলির ঘটনা কিছুটা কমে। এ দুই বছর সীমান্তে বিএসএফ গুলি চালিয়েছিল যথাক্রমে ১৩৯ ও ৭৭টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ