Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সীমান্তে বিএসএফ ২৪৪ বার গুলি চালিয়েছে

২০২১ সালের চিত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

সদ্য বিদায়ী বছরে ভারতের বিএসএফ বাংলাদেশ সীমান্তে ২৪৪ বার গুলি চালিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েক বছরে বিএসএফের গুলি চালানোর একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি। এতে দেখা যাচ্ছে ২০১৫ সাল থেকে সীমান্তে বিএসএফের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে তেমন হেরফের ঘটেনি।

তথ্য বলছে, ২০১৫ সালে বাংলাদেশ সীমান্তে ২১৯ বার গুলি চালিয়েছে বিএসএফ যা এ বছর বেড়ে হয়েছে ২৪৪। গুলি চালানোর ঘটনা সবচেয়ে কম ছিল ২০১৮ সালে। সে বছর বিএসএফ গুলি চালায় ৭৭ বার। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ১৩৯। এছাড়া আর কোনো বছরই এ সংখ্যা দুই শ’র নিচে ছিল না। ২০১৬ সালে সর্বোচ্চ ৩৫৫ বার সীমান্তে গুলি চালায় বিএসএফ।

একইভাবে ব্যবহার হয়েছে পাম্প অ্যাকশন বা পেলেট গান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আন্তঃসীমান্ত অপরাধীদের প্রতিহত করতে এ ধরনের অস্ত্র ব্যবহার করে বিএসএফ। তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে চোরাচালানের সময় গরু জব্দ করার ঘটনাও অনেকটাই কমে গেছে। ২০১৫ সালে সীমান্ত থেকে ১ লাখ ৫৩ হাজার ৬০২টি গরু জব্দ করেছিল বিএসএফ। ২০২১ সালে এই সংখ্যা কমে হয়েছে ২০ হাজার ৪১৫। এক বছরের ব্যবধানে গরু চোরাচালান সবচেয়ে কমেছিল ২০১৮ সালে। আগের বছরের তুলনায় সে বছর প্রায় ৫০ ভাগ চোরাচালান কমে যায়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Md. Aman Ullah Talukder ৪ জানুয়ারি, ২০২২, ৫:০০ পিএম says : 0
    ২৪৪ বার গুলি করা কোন ব্যাপার না!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ