Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাসী কর্মীদের মাথায় হাত

মালয়েশিয়ায় লক্ষাধিক রিংগিট নিয়ে প্রতারক নাসির উধাও

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সাধারণ শ্রমিকদের ভিসা করে দেয়ার নাম করে লক্ষাধিক রিংগিট নিয়ে গা-ঢাকা দিয়েছে প্রতারক নাসির উদ্দিন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাহরাইন এক্সচেঞ্জ (বিএফসি) কর্মরত অবস্থায় প্রতারণায় অভিযোগে তাকে ক’মাস আগে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়। গত ১৭ অক্টোবর অর্থ আত্মসাতের অভিযোগে কুয়ালালামপুরের ডাংওয়াঙ্গি থানায় ভুক্তভোগি প্রবাসী মেহেদী হাসান একটি মামলা দায়ের করেছে। মামলা নং-টিএইচএসএল/০৩০৪৭০/১৬। প্রতারক নাসির উদ্দিন মেহেদী হাসানের আত্মীয়-স্বজনকে ভিসা বের করে দেয়ার নাম করে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার রিংগিট হাতিয়ে নেয়। এ ছাড়া নরসিংদীর প্রবাসী মোঃ আলীর কাছ থেকেও ২০ হাজার রিংগিট হাতিয়ে নেয় প্রতারক নাসির উদ্দিন। দেশেও মামলার প্রস্তুতি চলছে। মামলায় পুলিশ প্রতারক নাসির উদ্দিনকে খুঁজে বেড়াচ্ছে। এই প্রতারকের বিরুদ্ধে কুয়ালালামপুর দূতাবাসে লিখিত অভিযোগ পেশ করা হয়েছে। প্রতারকের দেশের বাড়ি ভোলা জেলার লামসিপাতার উত্তর দিগলদির গ্রামে। সে মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। যার পাসপোর্ট নাম্বার-এডি ৮৭১৫৮১। লক্ষ্মীপুরে ভুক্তভোগী কুয়ালালামপুরের গার্ডেন ট্রাভেল এন্ড ট্যুরস এসডিএন বিএইচডি’র পরিচালক প্রবাসী এস কে ফয়েজ আহমেদ গতকাল টেলিফোনে ইনকিলাবকে জানান, আমার ব্যবসায়িক গচ্ছিত ৩০ হাজার রিংগিট নিয়ে আজ প্রায় তিন মাস আগে প্রতারক নাসির উদ্দিন মালয়েশিয়ায় আত্মগোপন করে আছে। তিনি আরো জানান, এই প্রতারককে ধরিয়ে দিতে পারলে তার তরফ থেকে মালয়েশিয়া ৫ হাজার রিংগিট পুরস্কৃত করা হবে। ভুক্তভোগী একাধিক প্রবাসী এই প্রতিবেদককে বলেন, প্রতারক নাসির বেশ কয়েক মাস আগে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে একাধিক বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে মালয়েশিয়া আনার প্রলোভন দেখিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। তাই প্রবাসীদের দাবি যেখানেই তার দেখা মিলবে সাথে সাথে মালয়েশিয়া প্রশাসনকে অভিহিত করার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী কর্মীদের মাথায় হাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ