Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয়বারের মত আইসিএমএ’র বেস্ট কর্পোরেট এয়াওয়ার্ড পেল খুলনা শিপইয়ার্ড

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো :এবারো আইসিএমএবি’র ‘বেস্ট কর্পোরেট এওয়াডর্-২০১৫’ পেল খুলনা শিপইয়ার্ড। বুধবার রাতে রাজধানীর হোটেল সোনারনগাঁও-এ এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খুলনা শিপইয়ার্ড-এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমোডরকে কামরুল হাসান (এল), এনজিপি, এনডিসি, পিএসসি- বিএন পদক গ্রহণ করেন।
গত অর্থ বছরে বাংলাদেশ নৌ-বাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ডের বার্ষিক টার্নওভার ছিল প্রায় ৪৪০কোটি টাকা। যা ছিল এর আগের অর্থবছরের চেয়ে ১৬০ কোটি টাকারও বেশী। এসময় প্রতিষ্ঠানটির করপূর্ব মুনফার পরিমাণ ছিল প্রায় ৬৫ কোটি টাকা। যা ২০১৪-১৫অর্থবছরে ছিল ৫৮.৮০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি গত অর্থ বছরে নিট মুনফা করেছে ৪০ কোটি টাকারও বেশী। যা এর আগের বছরে ছিল ৩৬ কোটি ৪০ লাখ টাকার কিছু বেশী। প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ করদাতার গৌরব অক্ষুন্ন রেখেছে গত প্রায় আট বছর যাবত। এছাড়াও প্রতিষ্ঠানটি ভ্যাটসহ রাষ্ট্রীয় কোষাগারে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব প্রদান করে আসছে।
অর্থমন্ত্রীর কাছে থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন খুলনা শিপইয়ার্ডের এমডি কমোডর কে কামরুল হাসান-ইনকিলাব






 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃতীয়বারের মত আইসিএমএ’র বেস্ট কর্পোরেট এয়াওয়ার্ড পেল খুলনা শিপইয়ার্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ