পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার ঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। নবগঠিত কমিটিতে শফিউল বারী বাবুকে সভাপতি এবং আব্দুল কাদের ভূইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বাবু সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। জুয়েল ছাত্র দলের সাবেক সভাপিত।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াছিন আলী। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজর রহমান, সহ-সভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্মসাধারণ সম্পাদক সাদরেজ জামান নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন করেছেন।
এদিকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপি গঠনতন্ত্রের এক ব্যক্তির এক পদ বিধানের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি নেয়ার কারণে চেয়ারপার্সনের নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন অনুমোদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের কমিটিতে সাদেক আহমেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন।
এদিকে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি গতকাল রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সনের সাথে সাক্ষাৎ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।