Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বরেই সড়কে নিহত ৪১৮ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

গত ডিসেম্বর মাসে সারাদেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৮ জন নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও ৪৯৭ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল মোট ১৬৭টি, নিহত হয়েছেন ১৭৮ জন, যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬০ শতাংশ।

গতকাল রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গণমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
এতে বলা হয়, ডিসেম্বরে দেশে সড়ক দুর্ঘটনায় মোট নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯ জন শিশু। তাদের মধ্যে ৬৬ জন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও ছিলেন। এছাড়াও নিহতদের মধ্যে ১২৭ জন পথচারী (৩০ দশমিক ৩৮ শতাংশ) এবং ৬৯ জন যানবাহন চালক বা হেলপার (১৬ দশমিক ৫০ শতাংশ) ছিলেন।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪৯টি (৩৮ দশমিক ৯০ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১২৪টি (৩২ দশমিক ৩৭ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬৭টি (১৭ দশমিক ৪৯ শতাংশ) গ্রামীণ সড়কে, ৩৯টি (১০ দশমিক ১৮ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৪টি (১ দশমিক ০৪ শতাংশ) সংঘটিত হয়েছে। যার মধ্যে ৫৮টি (১৫ দশমিক ১৪ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ১২৯টি (৩৩ দশমিক ৬৮ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৩টি (৩২ দশমিক ১১ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৬২টি (১৬ দশমিক ১৮ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১১টি (২ দশমিক ৮৭ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১০২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ১৬টি দুর্ঘটনায় নিহত ১৯ জন। আর একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৩টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। ৩টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। রাজধানী ঢাকায় ১৫টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
সময় বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনাগুলোর ৪ দশমিক ৬৯ শতাংশ ঘটেছে ভোরে। সকালে ঘটেছে ৩৪ দশমিক ৯৮ শতাংশ, দুপুরে ঘটেছে ১৫ দশমিক ১৪ শতাংশ, বিকেলে ১৮ দশমিক ৫৩ শতাংশ, সন্ধ্যায় ৬ শতাংশ এবং রাতে ঘটেছে ২০ দশমিক ৬২ শতাংশ।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিলেন। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৩ দশমিক ৭৬ জন। ডিসেম্বর মাসে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৮ জন। গড়ে প্রতিদিন নিহত হয়েছেন ১৩ দশমিক ৪৮ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩৩৯ জন, অর্থাৎ ৮১ দশমিক ১০ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসেম্বরেই সড়কে নিহত ৪১৮ জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ