পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে প্রেমিকা মুন্নি আক্তার (১৫) আত্মহত্যা করার পর প্রেমিক আরাফাত রহমান মঙ্গলবার রাতে উপজেলার রতনপুর গ্রামের তার ফুফু বানিছার বাড়িতে ঘরের ধরণার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এর আগে ওই একই দিন ভোরে প্রেমিকা মুন্নি আক্তার নিজ ঘরের ধর্ণার সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত আরাফাত উপজেলার চাপাইর গ্রামের আতাউর রহমান সরকারের পুত্র। নিহত মুন্নি উপজেলার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তার পিতার নাম মোঃ শহিদ মিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার চাপাইর গ্রামের আতাউর রহমানের পুত্র আরাফাত রহমানের (২৫) সাথে একই এলাকার কুতুবদিয়া গ্রামের শহিদ মিয়ার স্কুল পড়–য়া মুন্নি আক্তারের দীর্ঘদিন যাবৎ প্রেম চলে আসছিল। এক পর্যায়ে বিষয়টি উভয় পরিবার জানতে পেরে তাদের প্রেমে বাঁধসাধে। এঘটনার এক পর্যায়ে মঙ্গলবার ভোরে মুন্নি আত্মহত্যা করে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মুন্নীর লাশ উদ্ধার করতে গেলে আরাফাতের লোকজন বাঁধা দেয়। এসংবাদ পেয়ে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মুন্নীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করে। এঘটনায় মুন্নির বাবা শহিদ বাদ হয়ে প্রেমিক আরাফাত রহমানের নামে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রেমিক আরাফাত বাড়ী থেকে পালিয়ে যায়। পরে সে উপজেলার রতনপুর এলাকার ফুফু বানিছার বাড়িতে রাত যাপন করে। রাতের কোন এক সময় ওই বাড়িতেই ঘরের ধরণার সাথে গলায় গামছা ঁেপচিয়ে সে আত্মহত্যা করে। বুধবার সকালে সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে আরাফাতের লাশটি চাপাইর গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসে। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মোঃ আব্দুল মোতালেব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।