Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেমিটেন্সের ইতিহাসে রেকর্ড

আরও এক শতাংশ প্রণোদনা বাড়ানো উচিত -ড. আতিউর রহমান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

করোনাকালে দেশে বাড়তে থাকে প্রবাসী আয়। কিন্তু গত কয়েক মাস ধরে টানা কমতে থাকে। তারপরও এই বছর শেষে মন্দা কাটিয়ে ২ হাজার ২০০ কোটি (২২ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার (৮৫ টাকা ৮০ পয়সা) হিসেবে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। কারণ এর আগে এক বছরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল ২০২০ সালে, ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে ১৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। ২০২০ সালে এসেছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। ২০২১ সালে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৭ কোটি ১৮ লাখ (২১.৮৭ বিলিয়ন) ডলার। ২০২১ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া চলতি ২০২১-২২ অর্থবছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৩ কোটি ৮০ লাখ (১০.০৩ বিলিয়ন) রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৬৬ কোটি ৬০ লাখ (১২.৬৬ বিলিয়ন) ডলার। অর্থাৎ এই ৬ মাসে দেশে রেমিটেন্স কমেছে ২০ দশমিক ৭৩ শতাংশ।
কিন্তু চলতি ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। প্রতি মাসেই কমছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। প্রথম মাস জুলাইয়ে আসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার। আগস্টে আসে ১৮১ কোটি ডলার। সেপ্টেম্বরে আসে ১৭২ কোটি ৬২ লাখ ডলার। অক্টোবর মাসে এসেছে ১৬৪ কোটি ৭০ লাখ ডলার। নভেম্বর মাসে আসে আরও কম, ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের শেষ চার দিনে ২০ কোটি ডলার আসলে এই মাসে নভেম্বরের চেয়ে কিছু বেশি রেমিটেন্স দেশে আসবে।
এদিকে আমদানি বাড়তে থাকায় বাংলাদেশের বিদেশি রিজার্ভও কমতে থাকে। আকু পরিশোধেরও ব্যাপার থাকে। ফলে তা নেমে এসেছিল ৪৫ বিলিয়ন ডলারের নিচে। গত কয়েক দিনে তা আবার বাড়তে থাকে। গত মঙ্গলবার দিন শেষে রিজার্ভ ছিল ৪৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। প্রতি মাসে ৭ বিলিয়ন ডলার ধরে বর্তমানে এই রিজার্ভ দিয়ে ছয় মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়। জানুয়ারিতে আবার আকুর বিল পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ ফের কমে যাবে। দুই মাস পর পর আকুর দেনা পরিশোধ করে বাংলাদেশ।
রেমিটেন্সে বর্তমানে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে এই হার আরও এক শতাংশ বাড়ানো উচিত বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এ অর্থনীতিবিদ বলেন, করোনার ক্ষতি কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রফতানি, রেমিটেন্স ও কৃষি-এ তিন খাত মহামারিতে আমাদের রক্ষা করেছে। তবে এ তিন খাতের মধ্যে বড় ভ‚মিকা রেখেছে রেমিটেন্স। এজন্য রেমিটেন্সে ২ শতাংশের সঙ্গে আরও ১ শতাংশ প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন তিনি।



 

Show all comments
  • Mohammad Farid Hossain ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩৪ এএম says : 0
    যা করেছে তার সমালোচনা করতে চাই না। আর করেও কোন লাভ নাই৷ এখন দেখতে হবে৷ এই প্রনোদিনার টাকা কিভাবে দেয়া হবে? নাকি ব্যাংকের লোকজনের পকেট ভরবে? কারন আমরা টাকা পাঠালে রশিদ এ উল্লেখ্য থাকবে কত টাকা। প্রনোদনার টাকা তার সাথে যোগ কিরবে ব্যংকের লোক জন। সেই টাকা যেন ঠিক মত পায় প্রবাসী দের পরিবার, সেই ব্যপারে উদ্যোগে নিতে হবে।
    Total Reply(0) Reply
  • MD J H Sujib ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩৪ এএম says : 0
    প্রবাসিদের রিতিমত অপমান করা হচ্ছে ।প্রবাসিরা কি ফকিন্নি যে প্রনোধনা চেয়েছে । আগে বাংলাদেশের এয়ারপোর্ট প্রবাসিদের ভোগান্তি বন্ধ কর ।
    Total Reply(0) Reply
  • Mir Hossain ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩৪ এএম says : 0
    যাক ভালই করেছ।। কিন্তু প্রবাসীদের জন্য বীমা সুবিধা করলে আরো ভালো হতো।
    Total Reply(0) Reply
  • মনির হোসেন মনির ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩৫ এএম says : 0
    প্রণোদনা শুধু দিলেই হবে না, এর বাস্তবায়ন যথাযথ হচ্ছে কিনা তা নজরদারি করতে হবে।
    Total Reply(0) Reply
  • MD J H Sujib ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩৬ এএম says : 0
    প্রবাসিদের রিতিমত অপমান করা হচ্ছে ।প্রবাসিরা কি ফকিন্নি যে প্রনোধনা চেয়েছে । আগে বাংলাদেশের এয়ারপোর্ট প্রবাসিদের ভোগান্তি বন্ধ কর ।
    Total Reply(0) Reply
  • Alim Kazi ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:৫১ এএম says : 0
    রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা আর প্রনোদনা চায় বি জে এম ই এ।ছুটিতে বাড়ী আসার সময় বিমান বন্দরে কুলাংগার দের হয়রানি। এ ব্যাপারে জেন কারোরই কোন মাথা ব্যাথা নাই। একটু ভেবে দেখবেন কি?
    Total Reply(0) Reply
  • Muhammad Joynal Abedin ৩১ ডিসেম্বর, ২০২১, ৬:৫৫ এএম says : 0
    এতকিছু র পর ও ত প্ৰবাসীদেরকে নিয়ে খেলা করে হুজোগে বাঙালিরা
    Total Reply(0) Reply
  • Mohammed saleh Bablu ৩১ ডিসেম্বর, ২০২১, ১০:৩৫ এএম says : 0
    সব সময়েই রেমিট্যান্সের খবর, কোন মাসে বেড়েছে, কোন মাসে কমেছে ইত্যাদি ইত্যাদি ? কিন্তু প্রবাসীদের বিমান বন্দরে যে হয়রানি হচ্ছে তার সুরাহার কোন উদ্যোগ নাই এখন পর্যন্ত ? প্রতি মুহূর্তে প্রবাসীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বিমান বন্দরে, আমরা প্রবাসীরা এই হয়রানির অবসান চাই । এবং কতৃপক্ষের কাছে অনুরোধ আরো এক% প্রনোদনা বাড়ানোর জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ