Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবহাওয়ায় পালাবদল : বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : তাপমাপক পারদ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে হাড় কাঁপানো শীতের কামড় ছাড়াই এবার শেষ হলো ‘বাঘ পালানো’ শীতের মাঘ মাস তথা শীতঋতু। বসন্ত ঋতু দ্বারপ্রান্তে। এ অবস্থায় আবহাওয়ায় চলছে স্বাভাবিক পালাবদল। দিন ও রাতের তাপমাত্রা প্রায় সারাদেশে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে গত সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ফেনীতে ১৪, রাঙ্গামাটিতে ১০, কুমিল্লায় ৮, শ্রীমঙ্গলে ৫, বরিশালে ২, ভোলায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের ডিমলায় ১২.৩ ও সর্বোচ্চ গোপালগঞ্জে ৩০.২ ডিগ্রি সে.। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ও ১৯.৫, চট্টগ্রামে ২৮.২ ও ১৮.২ ডিগ্রি সে.।
আবহাওয়া বিভাগ জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজ করছে। পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাংশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়ায় পালাবদল : বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ