পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গংগাচড়া উপজেলা সংবাদদাতা : রংপুর জেলার গংগাচড়া উপজেলায় ফলমূলের মূল্য দিন দিন বেড়ে যাওয়ায় ভুক্তভোগী সাধারণ ক্রেতা পড়েছে বিপাকে। জানা গেছে, সাম্প্রতি গংগাচড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার- বন্দরের বাজারে ফলমূলের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজিতে ৫০/১০০ টাকা মূল্য বেড়েছে। সরজমিনে গতকাল বেতগাড়ীর হাট, শলেয়া সাহারহাট ও পাগলাপীর বন্দরে ফলমূলের বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রতি কেজি আঙ্গুর ৩৫০ থেকে ৪০০ টাকা, আপেল ১৪০ থেকে ১৬০ টাকা, কমলা ১৭০ থেকে ২০০ টাকা, মালটা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলমূল ব্যবসায়ী সোহেলসহ কয়েকজন জানান, আম, লিচু, আনারস, তরমুজসহ নানান জাতের মৌসুমী ফলমূল না থাকায় এসব জাতের ফলমূলের একটু দাম বৃদ্ধি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।