Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় জয়নাল হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:৩৮ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলোচিত রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি ৭৫-পরবর্তী সময়ে রাজনীতিতে জয়নাল হাজারীর অবদান তুলে ধরেন।

জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। জাসদের পক্ষ থেকে ফেনীর সংসদ সদস্য শিরীন আখতার শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

জানাজা শেষে লাশ ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনি পাইলট স্কুল মাঠে, পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার বাসভবন প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়নাল হাজারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ