Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে এমটিবির এজেন্ট ব্যাংকিংয়ের ২টি শাখা

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে এমটিবির দুটি এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের চৌধুরী বাজার ও বিকাল ৩টায় মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল বাজারে এ দুটি সেন্টারের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম চৌধুরী। এ উপলক্ষে সকাল ১১টায় চৌধুরী বাজারস্থ শুকচাইল তহশিল অফিস মাঠে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমটিবির চৌধুরী বাজার সেন্টারের এজেন্ট ও চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভ‚ঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন ব্যাংকে উপব্যবস্থাপক রফিকুল হক, এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান কর্মকর্তা মদন মোহন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, ইউএনও মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, এড. আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মিরু, উপজেলা যুবলীগের আহŸায়ক শাহ জালাল মজুমদার, জগন্নাথদীঘি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভ‚ঁইয়া ও মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম প্রমুখ। আলোচনা শেষে প্রত্যেক সেন্টারের আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে এমটিবির এজেন্ট ব্যাংকিংয়ের ২টি শাখা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ