Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কমেছে শীতের দাপট

আকাশ মেঘলাসহ বিক্ষিপ্ত হালকা-গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বঙ্গোপসাগর স্বাভাবিকের চেয়ে বেশি তপ্ত রয়েছে। জলীয়বাষ্প ও মেঘমালা উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের অনেক স্থানেই ছড়িয়ে পড়েছে। এরফলে শীতের দাপট গতকালসহ দু’দিনে কমে গেছে। উত্তর বঙ্গোপসাগর হয়ে আসা দক্ষিণা গরম বাতাস ও মেঘ তার বিপরীত দিকের পশ্চিমা উপ-মহাদেশীয় শীতল উচ্চচাপ বলয়ের হিমেল হাওয়াকে ঠেকিয়ে দিয়ে রেখেছে। এতে করে শৈত্যপ্রবাহ থমকে গেছে। উত্তরাঞ্চলের কিছু এলাকা বাদে দেশের অধিকাংশ স্থানে পৌষের আবহাওয়া এখন কিছুটা উষ্ণ ও সহনীয় পর্যায়ে রয়েছে। সমুদ্র উপক‚লীয় অঞ্চলের অনেক স্থানে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি রয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটের দুয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে পারদ ছিল ৯.৬ ডিগ্রি সে.।

দেশের অধিকাংশ জেলায় রাত থেকে ভোর-সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৫ এবং দিনের তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রির আশপাশে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬.৮ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৪.২ ও সর্বনিম্ন ১৫, চট্টগ্রামে সর্বোচ্চ ২৫ এবং সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি সে.।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এরপরের ৫ দিনে অর্থাৎ আসছে সপ্তাহে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিরাজমান। দক্ষিণ আন্দামান সাগর ও এর সংলগ্ন মালাক্কা প্রনালীতে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়ে অবশেষে কেটে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতের দাপট

২৩ ডিসেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ