পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশীয় ইলেকট্রনিক্স জগতের শীর্ষ ব্র্যান্ড মিনিস্টার গ্রুপের ইলেকট্রনিক্স ডিলারদের নিয়ে চলমান আঞ্চলিক সম্মেলন ’ডিলার সামিট-২০২১’ শেষ হয়েছে। সম্প্রতি সিলেট বিভাগের ডিলারদের অংশগ্রহণের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে “ডিলার সামিট – ২০২১” এর সমাপ্তি ঘোষণা করা হয়।
‘ডিলার সামিট-২০২১’ -এর সমাপনী অনুষ্ঠানে ডিলারদের সাথে অত্যন্ত আন্তরিক আলোচনায় মিলিত হন মিনিস্টার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ। এ সময় তিনি বলেন, “সারাদেশব্যাপী আমাদের ব্যবসায়িক বন্ধুদের নিয়ে ‘ডিলার সামিট-২০২১’ শেষ করতে পেরে খুবই আনন্দিত। এই আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক বিভিন্ন ধরনের কৌশল প্রণয়ন করতে পেরেছি। যার মাধ্যমে আমাদের ব্যবসায়িক বন্ধুগণ নতুন ভাবে তাদের ব্যবসাকে আরও বেশি তরান্বিত করতে পারবে।”
করোনা মহামারী পরবর্তী সময়ে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়া এবং আগামী বছরের গতিশীল ব্যবসায়ীক পরিকল্পনা তৈরিতে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া আগামী বছরে ব্যবসাকে আরও বেশি সম্প্রসারিত করা যায় সে বিষয়ে পরিকল্পনা করা হয় এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু ডিলারদের সাথে ভবিষ্যৎ ব্যবসায়িক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের পরিচালক বিল্লাল হোসেন, হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া, চেয়ারম্যানের সচিব এ কে এম সায়েম হোসেন, জেনেরাল ম্যানেজার রিয়াজ মাহমুদ, জেনেরাল ম্যানেজার জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার সকল পর্যায়ের বিক্রয় কর্মীগণ।
এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের ডিলারদের নিয়ে বগুড়ায়, বরিশাল অঞ্চলের ডিলারদের নিয়ে বরিশালে, খুলনা অঞ্চলের ডিলারদের নিয়ে যশোরে, ফরিদপুর অঞ্চলের ডিলারদের নিয়ে ফরিদপুরে, কুমিল্লার অঞ্চলের ডিলারদের নিয়ে কুমিল্লায় এবং চট্টগ্রাম অঞ্চলের ডিলারদের নিয়ে চট্টগ্রামে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী দিনের ব্যবসায়িক পরিচালনা পরিকল্পনা প্রণয়ন করতেই এই সম্মেলন করে দেশীয় ইলেকট্রনিক্স জগতের শীর্ষ ব্র্যান্ড মিনিস্টার গ্রুপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।