Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার দেবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

অভিজিৎ রায় হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশে ২০১৫ সালে বøগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী বলে যাদের সন্দেহ করা হয় - সেই ‘মেজর জিয়া’ নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এ তথ্য জানিয়ে প্রকাশ করা একটি পোস্টারে বলা হয়, ‘২০১৫ সালের ২৬ ফেব্রæয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদা ভিত্তিক সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে’।

এতে বলা হয়, ‘বাংলাদেশের একটি আদালতে ছয়জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে উক্ত হামলায় তাদের ভ‚মিকার জন্য। ওই আসামীদের মধ্যে দু’জন সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) এবং আকরাম হোসেন-এর অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়েছিল এবং তারা এখনো পলাতক রয়েছেন’।
‘উক্ত হক, হোসেন বা হামলার সাথে জড়িত অন্য কারো সম্পর্কে আপনার নিকট কোন তথ্য থাকলে, নিচের নম্বরটি ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার তথ্য আমাদের নিকট প্রেরণ করুন। সেক্ষেত্রে আপনিও পুরস্কার পেতে পারেন’ -বলা হয় পোস্টারটিতে।
এতে একটি ফোন নম্বর দেয়া হয়েছে যা হলো: +১-২০২-৭০২-৭৮৪৩ এবং @জঋঔথটঝঅ নামে একটি টুইটার হ্যান্ডলও দেয়া হয়।

পোস্টারের শিরোনামে বলা হয়, ‘রিওয়ার্ডস ফর জাস্টিস ৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে/বাংলাদেশে মার্কিন নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার তথ্যের জন্য’। পোস্টারের নিচে বাম দিকের কোণায় মার্কিন পররাষ্ট্র দফতরের নাম ও প্রতীক, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস, ও রিওয়ার্ডস ফর জাস্টিসের নাম রয়েছে।
রিওয়ার্ডস ফর জাস্টিস হচ্ছে সন্ত্রাসদমনের কাজে ভ‚মিকার জন্য পুরস্কার দেবার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দফতরের একটি কর্মসূচি। এর উদ্দেশ্য হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা। এ কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন কোন তথ্যের জন্য কাউকে পুরস্কৃত করতে পারেন যার ফলে :
আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকান্ড করা বা করার চেষ্টা, অথবা এর পরিকল্পনা বা সহায়তার সাথে জড়িত কাউকে গ্রেফতার বা দোষী সাব্যস্ত করা যায়। এরকম কোন ঘটনা ঘটা ঠেকানো যায়। কোন গুরুত্বপূর্ণ সন্ত্রাসী নেতাকে সনাক্ত বা তার তার অবস্থান চিহ্নিত করা যায়, অথবা সন্ত্রাসের জন্য অর্থায়নকে বিঘিœত করা যায়।
এ পর্যন্ত আরএফজে ১০০-ও বেশি লোককে মোট ১৫ কোটি ডলারেরও বেশি অর্থ পুরস্কার হিসেবে দিয়েছে। সূত্র : বিবিসি বাংলা।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২১ ডিসেম্বর, ২০২১, ২:৫৪ এএম says : 0
    খুনি হয়তো এখন নিজেই দরা দিবে,এত টাকা পেলে তাহার চোদ্দ গোষ্ঠী খেয়ে যেতে পারবে।
    Total Reply(0) Reply
  • Zakaria Al Helal ২১ ডিসেম্বর, ২০২১, ৬:০৪ এএম says : 0
    দেশে আরও গুম, ক্রসফায়ার, হত্যাকাণ্ড হল। কিন্তু অভিজিৎ নিয়ে আমেরিকার এত আগ্রহ কেন?
    Total Reply(0) Reply
  • প্রদীপ চন্দ্র সিংহ ২১ ডিসেম্বর, ২০২১, ৬:০৫ এএম says : 0
    এখন বাংলাদেশ তড়িঘড়ি করে তদন্ত শেষ না করলে এই দেশে ওরা তদন্ত করবে। ঠিক এই কাজটা করার জন্যই তাদের এদেশে ঢুকতে হবে। আর এটা হলো ঢুকার জন্য ১ম পদক্ষেপ। তবে আমেরিকা এই দেশে ঢুকলে দেশটা আফগানিস্তানের মত ছাড়খাড় করে দিবে। সরকারের উচিত খুব তাড়াতাড়ি বিচারকার্য শেষ করা। অন্যথায় দেশের অনেক ক্ষতি করে দিবে। আবার বিচারকার্য তরিঘরি করে এখন শেষ করলে হয়ত তাতেও আমেরিকা অযুহাত ধরতে পারে। তবে শেখ হাসিনা থাকায় চিন্তা করছিনা।
    Total Reply(0) Reply
  • Roknujjaman Biplob ২১ ডিসেম্বর, ২০২১, ৬:০৫ এএম says : 0
    আমেরিকার বিষ চোখ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক করুক। আমিন
    Total Reply(0) Reply
  • আবু বকর রাসেল ২১ ডিসেম্বর, ২০২১, ৬:০৬ এএম says : 0
    এ সাহসিকতা দেখায় কোথা থেকে যুক্তরাষ্ট্র.... আমার দেশে আইন আদালত আছে,,এতঃএব আমার দেশে নাকগলাতে এসোনা
    Total Reply(0) Reply
  • Johnny Mia ২১ ডিসেম্বর, ২০২১, ৬:০৬ এএম says : 0
    তারমানে স্পষ্ট বোঝা যায় অভিজিৎ কাদের জন্য কাজ করতো।
    Total Reply(0) Reply
  • Rajiun Haque Sagor ২১ ডিসেম্বর, ২০২১, ৬:০৬ এএম says : 0
    কয়েকটা জামাত বিএনপিরে ধরে দ্যান। তারপর ডলার গুলারে নিয়ে নেন।
    Total Reply(0) Reply
  • Jahid Hasan ২১ ডিসেম্বর, ২০২১, ৬:০৭ এএম says : 0
    আমেরিকা ডলার দিয়ে অভিজিৎদের তৈরি করে ইসলামের বিরুদ্ধে মুক্তমনে লেখালেখি করতে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ