Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আশুলিয়ায় গার্মেন্টস কারখানার ৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আশুলিয়া সংবাদদাতা : শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড পুরাতন জোনের ভারতীয় মালিকানাধীন লেনি ফ্যাশন লিমিটেডে ৮ ফেব্রুয়ারি শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের লাঠিচার্জ টিয়ারসেলে আহত ও বিক্ষুব্দ ৫০ শ্রমিকের বিরুদ্ধে থানায় মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষের নিকট ৭ দফা দাবি জানিয়েছিল শ্রমিকরা। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি শ্রমিকরা কারখানায় যোগদান করে সকাল ৯টায় দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছিল। দুপুরে কারখানা কর্তৃপক্ষ শিল্প পুলিশ ও ডিইপিজেড নিরাপত্তা কর্মীদের দিয়ে জোরপূর্বক বের করে দেয়ার চেষ্টা করে। এসময় বিক্ষুব্দ শ্রমিকরা কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকে। পুলিশ বিনা উস্কানিতে শতাধিক রাউন্ড টিয়ারসেল ও লাঠিচার্জ করে কারখানা হতে শ্রমিকদের বের করে দেয়। এতে ২০ শ্রমিক আহত হয়েছিল। ঘটনার পরের দিন কারখানার এইচ আর ম্যানেজার শাহরিয়ার বাদী হয়ে কারখানার কাঁচের দরজা জানালা, মেশিনারি ভাঙচুর, উৎপাদন ব্যাহত ও কর্মকর্তাদের মারধোর করার অভিযোগ এনে ১৫ শ্রমিককে এজাহার নামীয় ও অজ্ঞাত নামা আরো ৫০ জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের এবং লেনি ইউনিট-২ বন্ধ ঘোষণা করে। ঘটনা সম্পর্কে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ জানান, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে মিথ্যা ও সাজানো নাটকীয় মামলা দিয়ে বিভিন্ন রকম হয়রানী করার অভিযোগ করেন। মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকরা যাতে সংশ্লিষ্ট কারখানা এলাকায় অনাকাঙ্খিত ঘটনা করতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কারখানাটির স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশুলিয়ায় গার্মেন্টস কারখানার ৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ