পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যোগ্য কারিগর। ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা তরুণদেরই কাজ করতে হবে।
গতকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হলিক্রস কলেজ আয়োজিত অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৪৮ সাল থেকে ৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন, এরপর ৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৬ তে ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন- এসব ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে একাত্তরে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। এ সুদীর্ঘ যাত্রায় বঙ্গবন্ধু বারবার কারারুদ্ধ হয়েছেন। কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। বরং সদর্পে বজ্রকন্ঠে উচ্চারণ করেছিলেন- ৭ কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। তাইতো বাঙালি পেয়েছে ভাষা, পেয়েছে মহান স্বাধীনতাসহ বিশ্বসেরা অনন্য সংবিধান।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে, জাতির অস্তিত্বকে ধ্বংস করার অপপ্রচার চালিয়েছিল চিহ্নিত অপশক্তি। জাতির পিতার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
হলিক্রস কলেজের গভর্নিং বডির সভাপতি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওই কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ। আরও বক্তব্য রাখেন হলিক্রস কলেজের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি›রোজারিও, আইসিডিডিআরবি এর বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী, এরিয়া অব এশিয়ার কো-অর্ডিনেটর সিস্টার ভায়োলেট রড্রিক্স প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।