Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় চাকুরিজীবীর আয়কর সংক্রান্ত সভা

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : ‘চাকরিজীবীদের পে-রোল ট্যাক্স্র নির্ধারণ ও আয়কর রিটার্ন পূরণ’ সংক্রান্ত মতবিনিময় সভা গত রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
সভায় মূখ্য আলোচক ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। সভায় খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর কমিশনার জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু বেতন এবং উৎসব ভাতা করের আওতায় আসবে। ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তাকে করদাতা হিসেবে নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। তাছাড়া ১৬ হাজার টাকার মূল বেতন গ্রহণকারী কর্মকর্তা বা কর্মচারীরও আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
পুরুষ কর্মকর্তা বা কর্মচারীর আয় যদি দুই লাখ ৫০ হাজার টাকা এবং মহিলা কর্মকর্তা বা কর্মচারীর আয় যদি তিন লাখ টাকা অতিক্রম করে তবে তাকে আয়কর দিতে হবে। আয়করের টাকা প্রতিমাসের বেতন থেকে বাধ্যতামূলকভাবে কর্তন করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পাঁচ হাজার, অন্যান্য সিটি কর্পোরেশনে চার হাজার এবং অন্যান্য এলাকায় বসবাসরত কর্মচারীদের তিন হাজার টাকা সর্বনি¤œ আয়কর প্রদান করতে হবে।
২০১৬-১৭ অর্থ বছরে প্রদত্ত করের রিটার্ন দাখিল হবে পরবর্তী অর্থ বছরে। সিটি কর্পোরেশনসহ খুলনা বিভাগের আওতাধীন সকল জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিকট থেকে কর্তিত আয়কর কর অঞ্চল-খুলনা’র ১-১১৪১-০০৫৫-০১১১ কোড নম্বর এ জমা প্রদান করতে হবে। তিনি আরও জানান, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত বয়রাস্থ কর ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় আয়কর সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় চাকুরিজীবীর আয়কর সংক্রান্ত সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ