Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীশংকৈলে কারেন্ট পোকা ও ইঁদুর দমন অভিযান

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণীদের সচেতনতামূলক কারেন্ট পোকা ও ইঁদুর দমন অভিযান ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে চলছে।
২৪ অক্টোবর (সোমবার) বিকেল সাড়ে ৫টায় উপজেলার নেকমরদ ও মীরডাঙ্গি বাজারে ওই এলাকার কৃষক-কৃষাণীদের ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে দেখানো হয়। ভিডিওচিত্র দেখে কৃষক-কৃষাণীরা সাড়া দিয়েছে। তারা সহজ উপায়ে ইঁদুর এবং কারেন্ট পোকা দমন করতে পারবে বলে আশাবাদী।
এসময় কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, এসএটিপিও শুলোক চন্দ্র বসাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর রায়, সাদেকুল ইসলাম ও মঞ্জুরুল আলমসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ অক্টোবর থেকে এ কর্মসূচি অব্যাহত আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রানীশংকৈলে কারেন্ট পোকা ও ইঁদুর দমন অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ