পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ছুটিতে দেশে এসেছিলেন সউদী প্রবাসী ছেলে। তিন মাস ছুটি কাটিয়ে বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হন শফিক। ছেলেকে বাসে তুলে দিতে মা সাবজানসহ আরও অনেকেই এসেছিলেন বাসস্ট্যান্ডে। কিন্তু ছেলেকে বিদায় জানাতে এসে নিজেই না ফেরার দেশে চলে গেলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ (ঢাকা মেট্রো-৯-১৩-১৯০৮) চাপা ঘটনাস্থলেই নিহত হন সাবজান বেগম (৬০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা নামকস্থানে। নিহত সাবজান বেগমের স্বামীর নাম জৈনউদ্দিন। বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় আব্দুস কদ্দুছ, শাহানাজ বেগম ও তার ছেলে রায়হান নামে আরও ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মির্জাপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক মোতালেব বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।