Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকার ভিসা বাতিল স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত গুজব

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৬:৩৩ পিএম | আপডেট : ৬:৫২ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২১

সম্প্রতি কিছু গণমাধ্যম দাবী করে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমেরিকা ভিসা বাতিল করা হয়েছে। যা আমেরিকার কর্তৃপক্ষ তাকে (সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ) জানিয়ে দিয়েছে। মিডিয়ায় প্রকাশিত এ তথ্য সঠিক নয়। বুধবার রাতে দৈনিক ইনকিলাবকে এ সব কথা বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ সময় তিনি আরো বলেন, আমেরিকার কোন কর্তৃপক্ষের কাছ থেকে ইমেইল বা ডাক যোগে এধরনের ভিসা বাতিল সংক্রান্ত কোন তথ্য বা চিঠি তিনি পাননি। এটা স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত গুজব বলে তিনি মনে করেন। উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০২১ সালের ২৪ জুন অবসরে যান।

 



 

Show all comments
  • MD Akkas ১৫ ডিসেম্বর, ২০২১, ৮:৫৭ পিএম says : 0
    তাহলে একটু ঘুরে আসুন দেখা যাক ভিসা বাতিল হয়েছে নাকি গুজব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক সেনাপ্রধান আজিজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ