পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গতকাল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দফতর ভবনে দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বেবিচকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে কোয়ান্টাম ফাউন্ডেশন। বেবিচকের বিভিন্ন পর্যায়ে ৫০ জন কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও তার অবদানের বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের বিষয়েও আলোকপাত করা হয়। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসাবে বেবিচক কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিতবোধ করছেন। স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য যে সকল শহীদ রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে একটি প্রতিকী আয়োজন হিসাবে বেবিচক চেয়ারম্যান উল্লেখ করেন। এই ধরণের কর্মসূচি আয়োজনের ফলে রক্তদান বিষয়ে কুসংস্কার, ভয় দূর হবে ও রক্তদান বিষয়ে জন সচেতনতা গড়ে উঠবে এবং আর্তমানবতার সেবায় এটি একটি অনন্য নিদর্শন হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে বেবিচকের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।