Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল

দেয়ালচাপায় শিশু জিহাদের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

দেয়াল চাপায় নিহত শিশু জিহাদের (৭) পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেয়া হবে নাÑ এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল জারি করেন। এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনির হোসেন হাওলাদার। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিযে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়। ওই ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়। গত ৬ ডিসেম্বর শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এ রিট ফাইল করেন। শুনানি শেষে রুল জারি করেন আদালত। গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট দফতরকে রিটের বিবাদী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু জিহাদের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ