Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হাতি হত্যায় পিতা-পুত্র কারাগারে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যা মামলায় পিতা পুত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়ে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশে হাতি খুনের ঘটনায় এই প্রথম কাউকে কারাগারে যেতে হলো। সোমবার বাঁশখালীর সহকারি জজ আদালতের বিচারক মো. মাঈনুল ইসলাম দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন- মোহাম্মদ কালাম (৬৫) ও তার ছেলে নেজাম উদ্দিন। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
গত ৩০ নভেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমণি পাহাড়ে মাটিচাপা দেওয়া একটি হাতির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। পরিকল্পিতভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতিটিকে হত্যা করা হয়। এ ঘটনায় বন্যপ্রাণি নিরাপত্তা ও সংরক্ষণ আইনে বন বিভাগের পক্ষ থেকে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় কালাম ও নেজামসহ তিনজনকে আসামি করা হয়। গত একমাসে চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশে অন্তত ১০টি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকটি হাতিকে হত্যা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ