Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসংযোগ সমিতির সভাপতি রানা মহাসচিব টিপু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন সভাপতি হিসেবে পিডিবির সাবেক পরিচালক (জনসংযোগ) বজলুল হক রানা ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু মহাসচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। গতকাল সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রশীদ কার্যকরী কমিটির ২৯ সদস্যের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ পরিচালক আবুল কাসেম শিখদার, সহ-সভাপতি-২ রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি-৩ বেপজার জিএম (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, যুগ্ম মহাসচিব-১ পেট্রোবাংলার ডিজিএম (জনসংযোগ) তারিকুল ইসলাম খান রবিন, যুগ্ম মহাসচিব-২ ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অর্থ সম্পাদক জীবন বীমা করপোরেশনের এজিএম শেখ খায়েরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু, দফতর সম্পাদক এনসিসি ব্যাংকের পিআর ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইনচার্জ আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক বিএনসিআরসির সিইও এ এইচ এম বজলুল রহমান, যোগাযোগ ও প্রচার সম্পাদক ভাইসব মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পিআর অ্যান্ড অ্যাডমিশন পরিচালক মনিরুল ইসলাম রিন্টু, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পিআইডির সিনিয়র তথ্য কর্মকর্তা পাশা মোস্তফা কামাল এবং প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক (জনসংযোগ) ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ।

কমিটিতে ১৪ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- বাউবি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক বদরুল হায়দার চৌধুরী, বিটিসিএলের জিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) ড. এ কে এম শামসুল আরেফিন, জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) দীন মোহাম্মদ, ইউনাইটেড ইউনিভার্সিটির উপ পরিচালক (জনসংযোগ) আবু সাদাত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, আইএসপিআরয়ের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মি, রানার গ্রুপের এজিএম (মিডিয়া অ্যান্ড পিআর) ওয়াহিদ মুরাদ ও বিকাশের ম্যানেজার (পিআর এন্ড করপোরেট কমিউনিকেশন্স) রুখসানা মিলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনসংযোগ সমিতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ