Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেকারি ও ফাস্ট ফুডের নতুন চেইন ‘বিয়ন্ড বাইটস’ এর যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৪:০৮ পিএম

দেশের বাজারে যাত্রা শুরু করলো বেকারি ও ফাস্ট ফুডের নতুন রিটেইল চেইনশপ ‘বিয়ন্ড বাইটস’। বিভিন্ন ধরনের বেকারি পণ্য ও মজাদার ফাস্ট ফুড ভোক্তাদের কাছে পৌছে দিতে এ ব্র্যান্ডটি এনেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

সম্প্রতি রাজধানীর বনশ্রীর ডি ব্লকের তিন নম্বর রোডে বিয়ন্ড বাইটস এর প্রথম শোরুম চালু করা হয়। শোরুমটি উদ্বোধন করেন ‘বিয়ন্ড বাইটস’ এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল।

এ বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, “বিয়ন্ড বাইটস এর স্লোগান হচ্ছে ‘সার্ভ উইথ লাভ’। আমাদের লক্ষ্য ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী লাইভ কিচেনের মাধ্যমে মজাদার ফাস্ট ফুড জাতীয় খাবার ও বেকারি পণ্য পরিবেশন করা। এছাড়া আমরা ভোক্তাদের দৌরগোড়ায় প্রত্যাশা অনুযায়ী খাবার পৌছে দিতে ক্লাউড কিচেন সেবার পরিকল্পনা করেছি। এর ফলে অনলাইনে ক্রেতারা পণ্যের অর্ডার দিয়ে বাসায় বসেই সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন”।

তিনি আরও বলেন, “আমরা রাজধানীর বিভিন্ন স্থানে শোরুম চালুর পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি দ্রুত চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় শহরগুলোতে বিয়ন্ড বাইটস এর শোরুম চালু করা হবে। আশা করছি, ক্রেতাদের কাছে আমাদের নতুন চেইনশপটি দ্রুত জনপ্রিয়তা পাবে”।

অনুষ্ঠানে বিয়ন্ড বাইটস এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ন্ড বাইটস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ