Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপমহাদেশের নেতা শেখ হাসিনা

আ’লীগের সম্মেলনে বিদেশী অতিথিরা

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত বিদেশী অতিথিরা দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মধ্যে প্রতিবেশী ভারতের ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদল কংগ্রেস নেতারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তাকে (আওয়ামী লীগ সভানেত্রী) ভারতীয় উপমহাদেশের নেতাও আখ্যা দেন।
গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সোয়া ১০টার দিকে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের পর আমন্ত্রিত বিদেশী অতিথিদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখার সুযোগ পান। বক্তব্যে তারা আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করেন।
বিদেশী অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির সবগুলো সূচক ঊর্ধ্বমুখী। শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মকা-ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধুর হাতে গড়া এই দল মানুষের জন্য কাজ করে। আওয়ামী লীগ তার কার্মকা-ের মাধ্যমেই প্রমাণ করেছে তারা গণমানুষের রাজনৈতিক দল।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বে চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৫৫ জন নেতা অংশ নেন।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ভাইস প্রেসিডেন্ট ড. বিনয় প্রভাকর সহস্রমুদ্্ের শেখ হাসিনাকে উপমহাদেশের বিরল নেতা আখ্যা দেন। তাকে জননেত্রী সম্বোধন করে বক্তব্য শুরু করে বিজেপি নেতা মুদ্রে বলেন, সেসব বিরল নেতাদের অন্যতম আপনি, যাকে সত্যিকার অর্থে জননেত্রী বলা যায়। আপনি সত্যিকারের জননেত্রী। শুধু আপনার দেশের নয়, বরং পুরো উপমহাদেশের ও বিশ্বের মানুষের।
বিনয় প্রভাকর বলেন, দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্রে মিল রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যার নেতা ছিলেন বঙ্গবন্ধু। তিনি শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের স্বাধীনতাকামী মানুষের নেতা।
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা গোলাম নবী আজাদও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতে সব দল নির্বিশেষে তার অবস্থানকে সাধুবাদ জানায়। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আমরা দেখতে চাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আপনি হবেন অন্যতম শীর্ষ নেতা; সন্ত্রাসবাদের ঝুঁকি থেকে এই উপমহাদেশকে রক্ষা করবেন।
নবী আজাদ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ভারতের যুদ্ধ অভিন্ন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সেখানে বেশ দৃঢ়। মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) পলিটব্যুরোর সদস্য বিমান বসু আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান।
তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, আমাদের দুই দেশের সঙ্গে জালের বেড়া দেয়া হয়েছে। কিন্তু আমরা হৃদয়ে এক ও অভিন্ন। আজ বাংলাদেশের উন্নয়নের নৌকা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যেতে হবে।
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার ঝেং শিয়াওসং বলেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিশেষ প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং স্থিতিশীলতা অব্যাহত আছে।
চীনা কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করে ঝেং শিয়াও সং বলেন, তার দল বাংলাদেশ-চীন সম্পর্ক গভীরে নিতে প্রস্তুত।
আওয়ামী লীগের সম্মেলনে আরও বক্তৃতা করেন সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের নেতা দেবব্রত বিশ্বাস, ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কর দেব, সর্বভারতীয় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আবদুস সবুর তপাদার, আসাম গণপরিষদের প্রফুল্ল কুমার মহন্ত, মনিপুর পিপলস পার্টির সভাপতি নঙ্গমেইকাপাম শুভা কিরণ সিং, মেঘালয় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) এডভোকেট মাজেদ মেনন, মিজো ন্যাশনাল ফ্রন্টের জরমঠাঙ্গা।
এছাড়া কানাডার কনজারভেটিভ পার্টি, অস্ট্রেলিয়ার লেবার পার্টি, ইতালির ডেমোক্রেটিক পার্টি, ভুটানের দ্রুক ফুয়েনসাম সুগপা, অস্ট্রিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, রাশিয়ার ইউনাইটেড রাশিয়া ও রিপাবলিকান পার্টি অব রাশিয়া, শ্রীলংকার ইউনাইটেড ন্যাশনাল পার্টি, নেপালের কমিউনিস্ট পার্টি ও নেপাল কংগ্রেসের প্রতিনিধিরা আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বক্তৃতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপমহাদেশের নেতা শেখ হাসিনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ