Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে সিটগো লুব্রিকেন্ট বাজারজাত শুরু

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীতে মোটরযানের ইঞ্জিন ওয়েল সিটগো লুব্রিকেন্ট-এর বাজারজাত শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চৌরঙ্গীমোড়স্থ ফ্রেন্ডস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি কার্যালয়ে মোটরযান যন্ত্রাংশ বিক্রেতা ও মেরামতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা ও সিটগো লুব্রিকেন্ট বাজারজাতকরণ অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারীর পরিবেশক প্রতিষ্ঠান জেবি টেডার্স। পরিবেশ প্রতিষ্ঠানের জেবি টেডার্সে প্রতিনিধি এনায়েতুর রহমান জার্র্মানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন প্রধান অতিথি ছিলেন। এসময় জেবি টেডার্সের অপর প্রতিনিধি সাদিক কামাল বাপ্পী, ব্যবসায়ী শিপন দাস প্রমুখ বক্তব্য রাখেন। সিটগো লুব্রিকেন্ট নীলফামারী পরিবেশ প্রতিষ্ঠান জেবি টেডার্সের প্রতিনিধি সাদিক কামাল বাপ্পী বলেন, সরসরি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সিটগো লুব্রিকেন্ট বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত লুব্রিকেন্ট। অধিক মাইলেজ মটরযানের ইঞ্জিন সুরক্ষায় সিটগো লুব্রিকেন্ট সর্বোচ্চ মানের ইঞ্জিন অয়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফামারীতে সিটগো লুব্রিকেন্ট বাজারজাত শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ