পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গত বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের বনানী (কামাল আতাতুর্ক এভিনিউ এ পোস্ট অফিসের ২য় তলায়) কাস্টমার কেয়ার সেন্টার এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্রান্ড অ্যাম্বাসেডর বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নেত্রকোনা এবং খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত দীঘিনালা উপজেলায় পৃথক দুটি কাস্টমার কেয়ার সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়।
কাস্টমার কেয়ার সেন্টারগুলিসহ বর্তমানে সারা দেশব্যাপী টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ও পয়েন্টের সংখ্যা ৯১ (একানব্বই)টি। আগামী ফেব্রæয়ারি ’১৭ সময়ের মধ্যে কাস্টমার কেয়ার সেন্টার/পয়েন্টের সংখ্যা ১০২ এ উন্নীত করা হবে। এসকল কাস্টমার কেয়ার সেন্টার/পয়েন্ট থেকে সম্মানিত গ্রাহকগণ সরাসরি টেলিটকের সকল ধরণের সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।