পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ৪৯তম সভা সম্প্রতি বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইবিসিএফ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভায় সভাপতিত্ব করেন। সভায় ‘আইবিসিএফ রিসার্চ ও ট্রেনিং একাডেমি’ নামে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিষ্ঠানটি মধ্যম ও উচ্চ পর্যায়ের র্কমর্কতা ও নির্বাহীদের দক্ষতা ও নেতৃত্বের উন্নয়নে কাজ করবে। আগামী ২৯ অক্টোবর উচ্চ পর্যায়ের র্নিবাহীদের প্রশিক্ষণের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সভায় আরো উপস্থিত ছিলেন আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, আইবিসিএফ-এর উপদেষ্টা শাহ আব্দুল হান্নান, এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তৌহিদুল আলম, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো: ইউনুস আলী, আইবিসিএফ-এর সচিব মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস-এর সচিব নিজামুল ইসলাম চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেডের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ সিরাজুল হক, প্রাইম ব্যাংক লিমিটেড ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এ জেড এম সাইকুল ইসলাম, এবি ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামিক ব্যাংকিং শাখার প্রধান নির্বাহী আব্দুস সাত্তার, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, এবং এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব এ কিউ এম সফিউল্লাহ আরিফ।-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।