এফ আর টাওয়ারের ঘটনা : জামিন পেলেন বিএনপি নেতা তাসভীর
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা তাসভীরউল ইসলাম জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো.তোফাজ্জল হোসেন জামিনের আদেশ
া পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি যে দেশে অবস্থিত-
উ. চিলি।
া বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র অবস্থিত-
উ. বেইজিং (চীন)।
া বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজ-
উ. অ্যালিউর অব দ্য সীজ।
া সারা বছর তুষারে আবৃত থাকে যে দেশ-
উ. গ্রিনল্যান্ড।
া বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত স্থান-
উ. ৩টি।
া যুক্তরাষ্ট্র ইউনিয়নে সর্বশেষে যোগ দেয়-
উ. হাওয়াই স্টেট।
া পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কাকে?
উ. তাইওয়ানকে।
া ইকুয়েডর দেশটির নাম যে ভৌগোলিক রেখার নামানুসারে করা হয়েছে-
উ. বিষুব রেখা।
া ঐবধফ ঐবধৎঃ ড়ভ অভৎরপধ বলা হয় কাকে?
উ. শাদকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।