Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ দেশের ৫৫জন অতিথি আ’লীগের কাউন্সিল দেখতে আসছেন

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার
প্রতিবেশি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মোট ১৬জনসহ বিশ্বের অন্যান্য ১১টি দেশ থেকে মোট ৫৫জন রাজনীতিক বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে আসছেন।
সম্মেলন শুরুর তোড়জোড় শুরুর পর ১৪টি দেশ থেকে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে আসছেন প্রচার করা হলেও অবশেষে ১১টি দেশ থেকে মোট ৫৫ জন অতিথি দলটির সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ক্ষমতাসীন দলটি। গত বৃহস্পতিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন ভেন্যুতে এ তথ্য জানান আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি জানিয়েছেন, ভারত, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, অস্ট্রিয়া, নেপাল, ভুটান ও শ্রীলংকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে এই অতিথিদের মধ্যে। গত বৃহস্পতিবার সম্মেলনের ভেন্যু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সংবাদ সম্মেলনে অতিথির নাম প্রকাশ করেন তিনি। সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খানও অতিথিদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অতিথির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করে দীপু মনি জানান, ভারত থেকে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) এবং বিরোধীদল কংগ্রেসসহ আঞ্চলিক ৬ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন। বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি বিনয় প্রভাকর সহ¯্রযুদ্ধে, রাজ্যসভার সদস্য অভিনেত্রী রূপা গাঙ্গুলি, অনির্বাণ গাঙ্গুলি এবং কংগ্রেস থেকে রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য, লোকসভার সদস্য মৌসুম নূর এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ঢাকায় আসছেন আওয়ামী লীগের সম্মেলন দেখতে।
এছাড়া পশ্চিমবঙ্গ থেকে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চ্যাটার্জি, ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কর দেব, আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আবদুস সবুর দফাদার ও আমিনুল ইসলাম, আসাম গণপরিষদের প্রফুল্ল কুমার মোহন্ত ও ধ্রুতজ্যোতি শর্মা।
মনিপুর পিপলস পার্টি থেকে আসছেন সভাপতি নংমেইকাপাম শোভাকিরণ, সাধারণ সম্পাদক কন্ঠুজাম কৃষ্ণচন্দ্র সিং এবং মাচাং সৈবাম। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি তাদের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে পার্লামেন্ট সদস্য মাজেদ মেমনকে।
চীনের কমিউনিস্ট পার্টি থেকে আসছেন তাদের আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং শিয়াওসং, মহাপরিচালক ইউয়ান ঝি বিন, উপ পরিচালক জাই পেং ও কাও ঝি গ্যাংসহ পাঁচজন।
যুক্তরাজ্য থেকে আসছেন ওয়েলশের অ্যাসেম্বলি মেম্বার জেনি রাথবোন ও কার্ডিফ সিটি কাউন্সিলর দেলোওয়ার আলী। অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলর মনিন্দরজিৎ সিং ও লেবার পার্টির পার্লামেন্ট সদস্য হগ ম্যাকডারমট; ইতালির ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য উগো পাপাইও এবং খালিদ চাওকি আওয়ামী লীগের কাউন্সিল দেখতে ঢাকা আসছেন।
রাশিয়ার ইউনাইটেড রাশিয়ার যুগ্ম-মহাসচিব সের্গেই ঝেলেজনিয়াক ও উপদেষ্টা ভ্যালারিয়া গোরোকোভা এবং রিপাবলিকান পার্টি অব রাশিয়ার কেন্দ্রীয় নেতা আলেকজান্দর পোতাপভ।
ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী দীন নাথ ডুঙ্গায়েল ও সাবেক মন্ত্রী দর্জি ওয়াংদি, নেপালের কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্ক্সবাদী-লেনিনবাদী) নেতা সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা রাম শর্মা মহতসহ পাঁচজন এবং শ্রীলঙ্কার ধর্মমন্ত্রী ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা এএইচ মোহাম্মাদ হাশিমসহ তিনজনের আসার কথা রয়েছে বলে জানান দীপু মনি। এছাড়া আস্ট্রিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এমপি মিসেস ফুচ, দেশটির অটনোমাস ট্রেড ফেডারেশনের সিনেটর এমস্ট গ্রাফট, কানাডার কনজারভেটিভ পার্টির এমপি দীপক ওবেরয়েরও আসার কথা রয়েছে জানিয়েছেন দীপু মনি।
সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদিনের কাউন্সিলে পরবর্তী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১১ দেশের ৫৫জন অতিথি আ’লীগের কাউন্সিল দেখতে আসছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ