পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রাণঘাতী কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় দুই হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- আবদুল্লাহ্ আল মামুন ওরফে সোহেল (২২) এবং হামিদ হোসেন (২৩)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব। গতকাল র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, র্যাব- ১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় প্রাণঘাতী কৌশলে পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে দুই হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য এই প্রাণঘাতী কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবির সোয়েব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।