Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে : সড়ক মন্ত্রী

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : বিএনপির আন্দোলন ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
তিনি বলেছেন, বিএনপি বড় রাজনৈতিক দল হলেও তারা আন্দোলন করতে পারে না এটা তাদের বড় ব্যর্থতা। মন্ত্রী বলেন, বিএনপি নিজেদের ভুল ধরতে পেরেছে। তারা ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। যার অংশ হিসেবে সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে অংশ নিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। এই ধারা বজায় রেখে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে।
মন্ত্রী ১৮ জানুয়ারী গতকাল সোমবার সকালে কক্সবাজারের এক তারকা হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
বিএনপির সংলাপ চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে সাংবিধানিক কোন সংকট নেই এবং সংলাপের বসার মত কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তাছাড়া বিগত ৫ জানুয়ারীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া না দিয়ে খালেদা জিয়া সংলাপের সুযোগ নষ্ট করে ফেলেছে।
সংলাপ বিষয়ে বিদেশীদের কোন চাপ আছে কিনা সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বিদেশী কোন চাপের কাছে মাথা নত করার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নয়। অতীতের অনেক চাপ এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো চাপে মাথা নত করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে : সড়ক মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ