Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি

ভার্চুয়ালি ওবায়দুল কাদের

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নেই। আওয়ামী লীগকে হারাতে পারে আমাদের অন্ত:কোন্দল, আমাদের ক্ষতি করতে পারে একমাত্র নিজেদের ঘরের শত্রু। নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীর দোসর। সারাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এ কারণেই তারা দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বিএনপি চলমান ইউপি নির্বাচনে প্রকাশ্যে না এলেও ঘোমটা পড়ে স্বতন্ত্রের প্রতীক নিয়ে নির্বাচনে এসেছে। তারা আমাদের দলীয় বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়ে, পেছন থেকে উস্কানি দিয়ে মারামারি বাধাচ্ছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। আমাদের ঘরেই আমাদের শত্রু। তাই দলকে বাঁচাতে হলে, বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষা করতে হবে দলের নেতাকর্মীদেরকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সদস্য আব্দুল আওয়াল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। সম্মেলনে অন্যান্যের মধ্যে শহিদুল ইসলাম বকুল এমপি, সাবেক এমপি আবুল কালাম আযাদ, মহিলা এমপি রত্না খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফ উদ্দিন সরকার ও যুগ্ম সম্পাদক হিসাবে আনোয়ার হোসেন দুলালের নাম ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভার্চুয়ালি ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ