Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী ব্যাংক লিমিটেডের নতুন জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ৫:৫৪ পিএম

সোনালী ব্যাংক লিমিটেড-এর ডেপু্িট জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার হিসেবে জেনারেল ম্যানেজার অফিস কুমিল্লায় প্রধান হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন । তিনি ১৯৮৯ সালে ঢাকা সিটি কলেজ হতে বিকম এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ন শাখা যেমন সুপ্রিম কোর্ট শাখা , ওযাপদা কর্পোরেট শাখা, উত্তরা মডেল টাউনসহ ব্যাংকের বিভিন্ন শাখাসহ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। মোঃ মনিরুজ্জামান বিভিন্ন সময় দেশও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন । মোঃ মনিরুজ্জামান ১৯৬৯ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার ইদীল কাঠী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক



 

Show all comments
  • Bashir Ahmed ২৬ নভেম্বর, ২০২১, ৯:৩৮ পিএম says : 0
    ATM CARD দ্রুত পেতে চাই। আবেদন ৬মাস আগে স.হি নং ০৩০৮৭০১০১২৬৫৫ বরিশাল চকবাজার শাখা। খুব সমস্যা হচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ