পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ধোলাইপাড়ে পুকুর ভরাট করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডাম্পিং হাউজ ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারওয়ার পায়েল।
তিনি আরও জানান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) এ বিষয়ে একটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পুকুর ভরাট করে ডিএসসিসির সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ প্রকল্প কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, সংরক্ষণ করা ও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ কেন দেয়া হবে না জানতে চাওয়া হয়েছে সেটিও। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।