Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্ট-ওয়েস্ট সিডস বীজ সূচকে শীর্ষে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

খাদ্য উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হলো ভাল জাতের বীজ। কৃষক ভাল বীজ পেলে জমিতে ভাল ফসল ফলাতে পারে। বাংলাদেশে কৃষকদের জন্য উন্নত জাতের মান সম্পন্ন বীজ সরবরাহ করছে ‘ইস্ট-ওয়েস্ট সিড’। তাই ২০২১ সালের বীজ সূচকে ইস্ট ওয়েস্ট সিডস শীর্ষ স্থানে রয়েছে। বিগত কয়েক বছর যাবত উন্নত জাতের বীজ সরবরাহ করে ‘ইস্ট ওয়েস্ট সিড’ দেশের কৃষকের আস্থা অর্জন করেছে। সেই সাথে দক্ষিণ এশিয়ার সূচকেও শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া সূচকের জন্য একত্রিশটি বীজ কোম্পানিকে ছয়টি পরিমাপের ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে। যেগুলো এ অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য উন্নত জাতের মানসম্পন্ন বীজের সরবরাহ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এ র‌্যাঙ্কিংয়ে ১৩টি বৈশ্বিক এবং ১৮টি আঞ্চলিক কোম্পানি রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ২০২১ সালের সরবরাহকৃত টু সিডস সূচকের শীর্ষ দশটি কোম্পানির মধ্যে পাঁচটি বিশ্বব্যাপী সক্রিয় এবং পাঁচটি আঞ্চলিক কোম্পানির মিশ্রণ। ২০২১ সালে দুটি আঞ্চলিক কোম্পানি তিনটি বৈশ্বিক কোম্পানির সাথে শীর্ষ পাঁচে যোগ দিয়েছে। শুধুমাত্র শীর্ষ ৯টি র‌্যাঙ্ক করা কোম্পানির স্কোর ৫০ শতাংশের উপরে, যার মধ্যে ইস্ট-ওয়েস্ট সিডের সর্বোচ্চ স্কোর ১০০-এর মধ্যে ৮১.৯।
বীজ কৌশলে একটি দৃঢ় অ্যাক্সেস, অঞ্চল জুড়ে নেতৃস্থানীয় স্টেকহোল্ডারদের সম্পৃক্ততার অনুশীলন, গবেষণা ও উন্নয়ন কর্মসূচি এবং স্থানীয় ফসলের একটি বিস্তৃত পোর্টফোলিওতে ২০১৯ সালের সূচকের মতো ২০২১ সালের বীজ সূচকেও শীর্ষে রয়েছে ইস্ট-ওয়েস্ট। বীজ কৌশলে স্বচ্ছ অ্যাক্সেস, অঞ্চলে ফসলের জিনগত বৈচিত্র্য রক্ষার প্রচেষ্টা এবং অঞ্চলে বীজ উৎপাদনে বিনিয়োগের মাধ্যমে অ্যাডভান্টা ২০১৯ সালের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে। বায়ার রয়েছে তৃতীয় স্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইস্ট-ওয়েস্ট সিডস বীজ সূচকে শীর্ষে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ